পুত্রসন্তানের মা হলেন কেট

পুত্রসন্তানের মা হলেন কেট
পুত্রসন্তানের মা হয়েছেন বৃটিশ রাজবধূ কেট মিডলটন। সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ২৪মিনিটে দিকে পেডিংটনের সেন্ট মেরি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন ডাচেস অব ক্যামব্রিজ। এর মাধ্যমে ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশ রাজপরিবারের তিনজন উত্তরাধিকার রাজ সিংহাসনের পদ অলঙ্কিত করার অপেক্ষায় থাকল।জানা যায়, জন্মের সময় নবাগত অতিথির ওজন ছিল আট পাউন্ড ছয় আউন্স। বর্তমানে মা-ছেলে উভয়েই সুস্থ্য আছেন। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এই ডিজিটাল যুগেও কেট সন্তান জন্মদানের জন্য সার্জারির সাহায্য নেননি। স্বাভাবিকভাবেই (ন্যাচারাল বার্থ) তাদের সন্তান পৃথিবীর আলো দেখে। আরো একটি মজার বিষয় হচ্ছে কেট-উইলিয়াম দম্পতি সন্তান জন্মের আগে চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় সন্তানের লিঙ্গ পরিচয়ও জানেননি। হাসপাতালে ভর্তির প্রায় ১১ ঘণ্টা পর সন্তান জন্ম দেন কেট মিডলটন। সন্তান জন্মের চার ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে। এর পরপরই বাকিংহাম প্যালেসের অপেক্ষামান শত শত মানুষ আনন্দে ফেটে পড়ে। সারা ব্রিটেনই উদযাপন শুরু হয়।

0 commentaires:

Enregistrer un commentaire

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More